নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে সাফকাত জামিল ইবান নামে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। নিহত সাফকাত জামিল ইবান (৩০) মাধবদী থানার ভগীরথপুর গ্রামের মৃত জাকারিয়ার ছেলে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহমুদুল কবির বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, সাফকাত জামিল ইবান সকালে নারায়ণগঞ্জে মামার বাড়িতে বিয়ে খেয়ে নিজ বাড়িতে ফেরেন। এরপর থেকে অসুস্থতাবোধ করলে স্থানীয় এক ডাক্তার প্রেশার মাপার পর তার ব্লাড প্রেশার নিম্ন দেখায়। সাড়ে ১১টার দিকে শারীরিকভাবে বেশি অসুস্থ হলে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখে মৃত ঘোষণা করেন ও হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানান।
নিহত ইবানের সংসার জীবনে তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। পেশায় শেখেরচর বাবুরহাটে টি-শার্ট ব্যবসায়ী ছিলেন।