হোম > সারা দেশ > ঢাকা

নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নতুন ঘোষিত এই বাজেট গত বছরের চাইতে ১০৬ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনের অডিটোরিয়ামে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উত্থাপন করেন তিনি।

এবারের বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় থেকে মোট ৬৯৫ কোটি ৭৫ লাখ ৮ হাজার ৯১৯ টাকা প্রস্তাবনা আনা হচ্ছে। একই সঙ্গে রাজস্ব ও উন্নয়ন খাতে ব্যয় বাবদ ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা ব্যয়ের পরিকল্পনা রেখেছে নাসিক। সংস্থাটির ভাবনা, এই বাবদ আয় ও ব্যয় নির্ধারিত থাকলে প্রায় ২৩ কোটি টাকা বাড়তি থাকবে।

নতুন এই বাজেটে রাজস্ব থেকে ১১৮ কোটি টাকা আয় এবং উন্নয়ন আয় থেকে ৪৫৭ কোটি টাকা আয়ের প্রস্তাবনা রেখেছে নাসিক। উন্নয়ন আয়ের মধ্যে বৈদেশিক সহায়তাই ৩৯৩ কোটি টাকা ধরা হয়েছে। এ ছাড়া সরকারের উন্নয়ন খাত থেকে ১৮ কোটি এবং বার্ষিক উন্নয়ন প্রকল্প সহায়তা থেকে ৬৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজেটে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, সবুজায়ন এবং পানি সরবরাহে। এসব খাতে গতবারের তুলনায় কয়েক গুন বেশি ব্যয়ের পরিকল্পনা করছে নাসিক। নতুন আয়ের খাত হিসেবে যুক্ত করা হয়েছে যানবাহন এবং নগর দারিদ্র্য দূরকরণ প্রকল্প। নতুন ব্যয়ের খাতে যুক্ত হয়েছে আন্তর্জাতিক তহবিলে চাঁদা। এ ছাড়া ব্যয়ের তালিকা থেকে বাদ পড়েছে বিএমডিএফ ঋণ পরিশোধ।

বিগত ২০২২-২৩ অর্থ বছরে নাসিক ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আইভী। সেই বাজেটে ব্যয় ধরা হয় ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা। একই সঙ্গে উদ্বৃত্ত ধরা হয় ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা।

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সেকশন