বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা দায়িত্ববোধের অভাবে ঘটেছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেন, ‘ঈশ্বরদীতে ট্রেনের যে দুর্ঘটনা ঘটেছে, এটিকে দায়িত্ববোধের অভাব বলে আমার মনে হয়েছে। একজন লোকোমাস্টার ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বেন, এটা কোনোভাবেই আশা করা যায় না।’
আজ বুধবার সকালে পাংশা ডাক-বাংলোয় গার্ড অব অনার প্রদান শেষে এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিক জাফর ইকবাল, মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো।