হোম > সারা দেশ > গাজীপুর

সকালে চুরির অপবাদে মারধর, সন্ধ্যায় মিলল ঝুলন্ত লাশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টঙ্গী বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত কিশোরের নাম রাব্বি হোসেন (১৯)। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মির্জানগর এলাকার নূর নবীর ছেলে। 

পুলিশ জানায়, রাব্বি টঙ্গী বাজার এলাকায় একটি পুরাতন কাগজ প্রস্তুতকারী কারখানায় কাজ করতেন। আজ শুক্রবার সকালে কারখানায় টাকা চুরি হলে কারখানা মালিক রাব্বির বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাঁকে মারধর করেন। পরে কারখানায় কাজ শেষে দুপুরে রাব্বি মেসে ফিরে আসেন। পরে সন্ধ্যায় তাঁর কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠায় বাসার অন্য লোকজন। খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা করা হয়েছে। মামলায় কারখানা মালিক দুই ভাই ইয়ামিন ও ইয়াকুবকে গ্রেপ্তার করা হয়েছে। 

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী