হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা ভোট চোরের সহযোগী: আমীর খসরু

মানিকগঞ্জ প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কারণ, এই নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা আছেন, তাঁরা ভোট চোরের সহযোগী।’ আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের পৌর এলাকার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপি ভোটের মাঠে ছিল, ভোটের মাঠে আছে এবং ভবিষ্যতে ভোটের মাঠে থাকবে। বিএনপি ভোটের মাঠ থেকে ভোট চোর ও তাঁদের সহযোগীদের বিতাড়িত করবে।’

আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচনে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার থাকুক বা নাই থাকুক, আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন করতে দেব না। জীবনের বিনিময়ে হলেও তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো নির্বাচন করতে দেব না। এই সংগ্রাম কঠিন সংগ্রাম। এই সংগ্রামের দেশের মানুষ আমাদের সঙ্গে আছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘পানি, গ্যাস, বিদ্যুতের বিলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। আওয়ামী লীগের দুর্নীতি ও চাঁদাবাজির কারণেই দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। দ্রব্যমূল্য যেখানে এসে দাঁড়িয়েছে তাতে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের সংসারের খরচ চালানো কষ্টকর হয়ে পড়েছে।’

সমাবেশে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, কৃষক দলের সহসভাপতি মামুনুর রশিদ খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর প্রমুখ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭