হোম > সারা দেশ > ঢাকা

থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে বিদিশার গাড়িচালকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্যাতনের অভিযোগে রাজধানীর গুলশান থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বিদিশা সিদ্দিকের গাড়িচালক মোর্শেদ মঞ্জুর। অবশ্য মামলার আবেদনে তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন।

২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের ৪ /৫ / ৭ ধারায় মামলাটি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে বাদী হয়ে মামলার করেন মোর্শেদ মঞ্জুর। 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাদী মঞ্জুর মোর্শেদ প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের গাড়িচালক। তবে মামলায় তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। 

মামলার আবেদনে বলা হয়েছে, বাদী তাঁর পূর্ব পরিচিত বিদিশা সিদ্দিকের কাছ থেকে একটি জাগুয়ার প্রাইভেটকার ৩৯ লাখ টাকায় কেনেন। গাড়ির টাকাসহ নাম পরিবর্তন বাবদ আরও ১ লাখ ৯৫ হাজার টাকা পরিশোধ করেন। 

কিন্তু বিদিশা মিথ্যা তথ্য দিয়ে গুলশান থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা করেন। সেই মামলায় গত ২০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ডিবি পুলিশ তাঁকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে গুলশান থানায় নিয়ে আসে। সেখানে গাড়ি উদ্ধারের নামে তদন্ত কর্মকর্তা এসআই হাফিজুর রহমান গামছা দিয়ে চোখ বেঁধে মানসিকভাবে নির্যাতনসহ কিল, ঘুষি এবং লাঠি দিয়ে মারধর করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ক্রসফায়ারে হত্যা করার হুমকিও দেন ওই এসআই।

বাদী আরও উল্লেখ করেন, একপর্যায়ে গামছা দিয়ে চোখ বেঁধে নির্যাতনের সময় ছবি ধারণ করে বিভিন্ন জনের কাছে পাঠান এসআই হাফিজুর। মারধরের কথা আর কাউকে না বলতে হুমকি দেন। একপর্যায়ে কালো রঙের একটি ইলেকট্রিক মেশিনের মাধ্যমে শক দিলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি স্বাভাবিক কাজকর্ম করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। 

উল্লেখ্য, বিদিশা সিদ্দিকের মামলায় গ্রেপ্তার হওয়ার পর মোর্শেদ মঞ্জুর এখন জামিনে আছেন। গাড়ি আত্মসাতের অভিযোগে এই মামলা করেছিলেন তিনি।

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন