হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশকে অনুসরণ করতে পারে ভারত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনেকে বলে, আওয়ামী লীগ মানে দেশ ভারতের, আরে আমরা ভারত হব কি, বাংলাদেশ হওয়ার চিন্তা করতে পারে ভারত। গড় আয়ুতে আমরা এগিয়ে। যেখানে আমাদের গড় আয়ু ৭৪ বছর, সেখানে ভারতে ৬৫ বছর বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে প্রজন্ম ৭০ বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা এবং সাংগঠনিক পতাকা উন্মোচন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন। 

আ ক ম মোজাম্মেল হক বলেন, ভারতের মাতৃমৃত্যুর হার, ‘শিশুমৃত্যুর হার, স্যানিটেশন, পানির ব্যবস্থাপনার চেয়ে সবকিছুতে আমরা এগিয়ে। পাকিস্তানের কথা কী বলব, পাকিস্তান তো আরও অনেক পেছনে। ভারত আমাদের সাহায্য করেছে, আমরা তাদের সে জন্য সম্মান জানাই। কিন্তু আমরা তো তাদের থেকে এগিয়ে। আমাদের কথা বিশ্বাস না হলে আপনারা গুগলে সার্চ করতে পারেন।’ 

তিনি বলেন, ‘আমরা যে ৫০ বছর পালন করছি, এর মধ্যে একটি ফাঁকি আছে। সাড়ে ২১ বছর আমরা ক্ষমতায় ছিলাম। আর আমরা ছাড়া অন্যান্য দল ২৯ বছর ক্ষমতায় ছিল। ২১ বছরে আমাদের কী কী উন্নয়ন হয়েছে আর তাঁদের সময়ে কী হয়েছে। তাদের আসলে কোনো লক্ষ্য ছিল না। তারা দেশকে অকার্যকর রাষ্ট্র গঠন করতে চেয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘হিসাব-নিকাশ ছাড়া চললে তাদের তো উন্নয়নের সম্ভাবনা থাকে না। একটা সরকার পাঁচ বছরের পরিকল্পনা করে, কিন্তু আমাদের সরকার শত বছরের পরিকল্পনা করে। পরিকল্পনা না থাকলে তারা কী কাজই-বা করবে? এত দিন কি শেখ হাসিনা ক্ষমতায় থাকবে? তিনি ফল শুধু নিজে খেতে চান না। দেশের উন্নয়ন করা তাঁর লক্ষ্য।’ 

আলোচনার টেবিলে বাংলাদেশ স্বাধীন হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভারত আমাদের ১০০ বছরের পুরোনো অস্ত্র থ্রি-নট রাইফেল দিয়েছিল। আর পাকিস্তানিদের কাছে ছিল অত্যাধুনিক অস্ত্র। তাঁদের সঙ্গে সম্মুখযুদ্ধে আমরা তিন মিনিটও টিকতে পারতাম না। আমাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল দেশপ্রেম। সেই সময় যুবক থাকায় আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। এখন এই বয়সে হয়তো যুদ্ধ করার সম্ভাবনা ছিল না। মুক্তিযোদ্ধারা আমাদের মুক্ত করে দিয়ে গেছেন। এখন তরুণ প্রজন্মের এই মুক্তি আমাদের ধরে রাখতে হবে।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত মো. আলী নেওয়াজ, এটিএন বাংলার উপদেষ্টা মো. তাশিক আহমেদ, মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন প্রমুখ।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য