গাজীপুরের কালীগঞ্জে কাঁচামালবাহী পিকআপ খাদে পড়ে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টায় আজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের মৈশাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় জানা গেছে। তিনি হলেন—খুলনা বালিয়াডাঙ্গার সোনার বাংলা গলির আব্দুস সোবহান মোড়লের ছেলে মো. আল আমিন। বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে ভৈরব বা নরসিংদী থেকে কাঁচামাল নিয়ে পিকআপটি গাজীপুরের উদ্দেশে আসছিল। পথে আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের মৈশাইর এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় পিকআপে থাকা তিনজনই ঘটনাস্থলে মারা যান।’
তিনি আরও বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’