হোম > সারা দেশ > ঢাকা

পাংশায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত স্কুলছাত্রীর নাম জুথি (১২)। সে গ্রামের সাজিদুর রহমান মন্ডলের মেয়ে এবং বাগদুলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

স্কুলছাত্রীর পরিবার জানায়, জুথি পড়াশোনায় মনোযোগী ছিল না। পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয়ে চাপ দিলে আত্মহত্যার পথ বেছে নেয়। আজ সকালে জুথি তার ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে পড়ে। পরিবারের সদস্যরা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পলাশ শিকাদর বলেন, সকালে জুথি নামের এক স্কুলছাত্রীকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনেরা। আমরা তাকে মৃত অবস্থায় পাই। পরে থানা-পুলিশকে খবর দেওয়া হয়। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে হাসপাতাল থেকে সংবাদ পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি লেখাপড়ার বিষয়ে নিহতের মা-বাবা চাপ দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, ক্ষতিয়ে দেখা হচ্ছে।

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

সেকশন