Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

যুবদল নেতা হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

যুবদল নেতা হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামছুল আলম বাবলু হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে চারজনকে খালাস দেওয়া হয়েছে। 

আজ সোমবার বেলা তিনটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু ও শহরের বেড়াডাঙ্গা এলাকার সানোয়ার রহমান জকি। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন বিনোদপুর লোকশেড এলাকার ইয়াকুব, রানা, কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি গ্রামের রশিদ, রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকার শাহীন ও ফরহাদ হোসেন বাপ্পী। 

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে সানোয়ার রহমান জকি, রানা ও বাপ্পী পলাতক রয়েছেন। মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন খায়রুল, উজ্জ্বল, আরিফ মণ্ডল ও আরিফ। এদের সবার বাড়ি রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকায়। 

মামলা এজাহারে জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে রাজবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার সময় বিনোদপুর পুলিশ ফাঁড়ির অদূরে একদল দুর্বৃত্ত বাবলুকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাজবাড়ী জেলা জজ আদালতের পিপি উজীর আলী জানান, এটি একটি চাঞ্চল্যকর মামলা ছিল। সাক্ষ্যপ্রমাণ শেষে এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার রায়ে তাঁরা সন্তুষ্ট। 

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ল্যাসিক মেশিন অকেজো, চিকিৎসাবঞ্চিত রোগীরা

দেশে কিডনি রোগী পৌনে ৪ কোটি

আপনার এলাকায় খুন হচ্ছে, থানায় বসে করেন কী: গভীর রাতে ওসিকে তরুণের জেরা

চাঁদাবাজির অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি জাকিরসহ দুজন গ্রেপ্তার

চীনের সঙ্গে সম্পর্কে ইতিবাচক, ভারতের বেলায় নেতিবাচক মনোভাব বেশি: জরিপ

৭ মাস পর শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

নতুন ১৮ ওয়ার্ড থেকে নামমাত্র রাজস্ব আসছে: ডিএনসিসি প্রশাসক

ধর্ষণবিরোধী মশাল মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, গণমিছিলের ডাক