হোম > সারা দেশ > রাজবাড়ী

যুবদল নেতা হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামছুল আলম বাবলু হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে চারজনকে খালাস দেওয়া হয়েছে। 

আজ সোমবার বেলা তিনটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু ও শহরের বেড়াডাঙ্গা এলাকার সানোয়ার রহমান জকি। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন বিনোদপুর লোকশেড এলাকার ইয়াকুব, রানা, কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি গ্রামের রশিদ, রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকার শাহীন ও ফরহাদ হোসেন বাপ্পী। 

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে সানোয়ার রহমান জকি, রানা ও বাপ্পী পলাতক রয়েছেন। মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন খায়রুল, উজ্জ্বল, আরিফ মণ্ডল ও আরিফ। এদের সবার বাড়ি রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকায়। 

মামলা এজাহারে জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে রাজবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার সময় বিনোদপুর পুলিশ ফাঁড়ির অদূরে একদল দুর্বৃত্ত বাবলুকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাজবাড়ী জেলা জজ আদালতের পিপি উজীর আলী জানান, এটি একটি চাঞ্চল্যকর মামলা ছিল। সাক্ষ্যপ্রমাণ শেষে এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার রায়ে তাঁরা সন্তুষ্ট। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭