Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় ১০ পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় ১০ পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনায় ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ শুক্রবার রাতে বন্ধের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম। 

শিল্প পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার আশুলিয়া এলাকার দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিমিটেড, এআর জিনস প্রোডিউসার, আগামী অ্যাপারেলস লিমিটেড, দি রোজ ড্রেসেস, পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়ার লিমিটেডসহ মোট ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

এদিকে বৃহস্পতিবার বিজিএমইএ সব পোশাক কারখানাকে নির্দেশনা দেয়, যেসব শ্রমিকেরা কারখানায় গিয়েও কাজ করা থেকে বিরত থাকবেন বা কারখানা ছেড়ে বেরিয়ে যাবেন, সেসব কারখানার মালিকেরা বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন। একই সঙ্গে দেশের সব পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। 

এদিকে আশুলিয়ার চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়কে র‍্যাবের পাশাপাশি আছে বিজিবিও। 

এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘আমি আশুলিয়ার ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের তথ্য পেয়েছি। আগামীকালও (শনিবার) আমরা সতর্ক অবস্থানে থাকব। শিল্প পুলিশের ৭৫০ সদস্য সাভার-আশুলিয়ায় ডেপ্লয় করা আছে। এ ছাড়া বিজিবি, থানা-পুলিশ ও র‍্যাবও আমাদের সহায়তা করছে।’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের

বুয়েটে প্রথমবারের মতো রিনিউয়েবল এনার্জি ফেস্ট