Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় ১০ পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় ১০ পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনায় ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ শুক্রবার রাতে বন্ধের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম। 

শিল্প পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার আশুলিয়া এলাকার দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিমিটেড, এআর জিনস প্রোডিউসার, আগামী অ্যাপারেলস লিমিটেড, দি রোজ ড্রেসেস, পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়ার লিমিটেডসহ মোট ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

এদিকে বৃহস্পতিবার বিজিএমইএ সব পোশাক কারখানাকে নির্দেশনা দেয়, যেসব শ্রমিকেরা কারখানায় গিয়েও কাজ করা থেকে বিরত থাকবেন বা কারখানা ছেড়ে বেরিয়ে যাবেন, সেসব কারখানার মালিকেরা বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন। একই সঙ্গে দেশের সব পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। 

এদিকে আশুলিয়ার চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়কে র‍্যাবের পাশাপাশি আছে বিজিবিও। 

এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘আমি আশুলিয়ার ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের তথ্য পেয়েছি। আগামীকালও (শনিবার) আমরা সতর্ক অবস্থানে থাকব। শিল্প পুলিশের ৭৫০ সদস্য সাভার-আশুলিয়ায় ডেপ্লয় করা আছে। এ ছাড়া বিজিবি, থানা-পুলিশ ও র‍্যাবও আমাদের সহায়তা করছে।’

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়লেন কৃষকের ছেলে জুলহাস

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

হতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

কর্ণফুলী নদীতে মিলল যুবকের গলিত লাশ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন