হোম > সারা দেশ > ঢাকা

গ্রামের মানুষ ন্যায্য সেবা পাচ্ছে না: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউনিয়ন পরিষদ, কৃষি কর্মকর্তা, তহসিলদার ও ইউপি সচিবদের দুর্নীতির কারণে গ্রামের মানুষ ন্যায্য সেবা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ, কৃষি কর্মকর্তা, তহসিলদার ও ইউপি সচিবদের দুর্নীতি বন্ধ করতে হবে।

রাজধানীর একটি হোটেলে আজ শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, মানসম্মত কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক এক নাগরিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আরমা দত্ত, স্থানীয় শাসন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির প্রমুখ।

মন্ত্রী বলেন, ‘তহসিলদার ও ইউপি সচিবরা মোস্ট পাওয়ারফুল অ্যান্ড করাপটেড। জাতীয় পর্যায় থেকে এ বিষয়ে নজর দিতে হবে। এরা অনেক বেশি ক্ষমতাবান। এদের কারণে গ্রামের মানুষেরা ন্যায্য সেবা পায় না।’

বৈশ্বিক সংকটের কারণে সরকার ব্যয় সংকোচন করছে উল্লেখ করে এ সময় এম এ মান্নান বলেন, ‘বিশ্ব এখন টালমাটাল, সেই ঢেউ কিন্তু আমাদের তরীতেও লেগেছে। আমাদের সরকারপ্রধান সঠিকভাবে দেশ পরিচালনা করছেন। তাই সবাই আমরা ব্যয় সংকোচন করছি, মিতব্যয়িতা অবলম্বন করছি।’

দেশের ভোটাররা স্থিতিশীল পরিবেশ ও কর্মসংস্থান চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গ্রাম ও শহরের মানুষের চাওয়া-পাওয়া এক নয়। গ্রামের মানুষ নানা ভাতার কার্ড, পানি, স্যানিটেশন, সেতু ও সড়ক চায়। উন্নয়নের জন্য দেশে স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। এ জন্য শোভন রাজনীতি প্রয়োজন। কেবল শোভন কর্মসংস্থান দিয়েই উন্নয়ন হবে না। দেশের ভোটাররা স্থিতিশীল পরিবেশ ও কর্মসংস্থান চায়। বর্তমান সরকার তাই করছে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩