হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সড়কে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন। 

প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। অবশ্য ততক্ষণে ওই সড়কের যানজট মিরপুর আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শেওড়াপাড়ার ওই এলাকায় সকালে শতাধিক নারী শ্রমিক রাস্তায় নামেন। তখন তারা ‘মালিকের কালো হাত গুড়িয়ে দাও ভেঙ্গে দাও’ বলে স্লোগান দিতে থাকেন। ঘনটাস্থল মিরপুর মডেল ও কাফরুল থানার মধ্যে পড়ায় দুই থানা থেকে পুলিশ সদস্যরা এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এর আগে, গতকাল বুধবারও একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছিলেন ওই কারখানার পোশাক শ্রমিকেরা।

পোশাক করাখানার শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা তাসলিমা আক্তার বলেন, ‘ওই পোশাক কারখানার মালিক পোশাক কারাখানারটি স্থানান্তর করে অন্য স্থানে নিয়ে যাবে। কিন্তু শ্রমিকদের কয়েকমাসের বকেয়া বেতন রয়েছে। শ্রমিকেরা বকেয়া বেতন ও স্থানান্তর ভাতার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে।’

জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘শ্রমিকেরা রাস্তায় নামার পর পরই সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেছি আমরা। মালিকদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করা হয়েছিল। পরে বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।’

এদিকে তাদের রাস্তা অবরোধের কারণে ওই সড়কে সকাল থেকে অফিসগামীদের অফিসে যেতে বেগ পেতে হয়। একদিকে রাজধানীতে অব্যাহত বৃষ্টি অন্যদিকে যান চলাচল না করায় পায়ে হেঁটে অনেককেই অফিসের দিকে রওনা দেন। অনেককে মিরপুর থেকে গাড়ি ঘুরিয়ে অন্য সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭