হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে সেতুতে লঞ্চের ধাক্কা, ৩ যাত্রী নিহত

এম. আর. রা‌জিব ম‌ল্লিক, গোসাইরহাট (শরীয়তপুর)

শরীয়তপুরের গোসাইরহাটে সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ঢাকা থেকে ডামুড্যাগামী লঞ্চ স্বর্ণদীপ প্লাস আজ রোববার ভোরে উপজেলার কুচইপট্টি সেতুতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানার পুলিশ সূত্রে জানা যায়, জোয়ারের পানি বেশি থাকায় আজ ভোররাত সাড়ে ৩টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচইপট্টি ইউনিয়নের সাইক্কা সেতুতে স্বর্ণদীপ প্লাস লঞ্চটি ধাক্কা দেয়। এ সময় লঞ্চের ছাদে ঘুমিয়ে থাকা পাঁচ-সাতজন যাত্রী দোতলার ছাদ থেকে পানির ট্যাংকের ওপর পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। আহত হন আরও দুজন। আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতেরা হলেন কোদালপুর সরদারপাড়া এলাকার শাহ আলি মোল্লার ছেলে তানজি (২৩), টাঙ্গাইলের শাকিল আহমেদ (২৫) ও জামালপুরের সাগর আলি (২৩)। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় লঞ্চের চালক ও মাস্টারকে আটক করেছে পুলিশ।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভোররাতে লঞ্চ দুর্ঘটনায় তিন যাত্রী নিহত হয়েছেন। আহত দুজনকে এখানে ভর্তি করা হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার আজকের পত্রিকাকে বলেন, লঞ্চ দুর্ঘটনায় লঞ্চের চালক ও মাস্টারকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত করে তাঁদের বিরুদ্ধে মামলা করবে। 

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের