হোম > সারা দেশ > ঢাকা

ইডেনে তিলোত্তমা-নিশি ও রিভা-রাজিয়া অবাঞ্ছিত, ব্যবস্থা না নিলে গণপদত্যাগের ঘোষণা

ঢাবি প্রতিনিধি

গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর, হেনস্তা ও অশ্লীল ছবি ধারণ করার অভিযোগের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ কোনো ব্যবস্থা না নিলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন শাখা ছাত্রলীগের ২৫ নেত্রী। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের করা তদন্ত কমিটির দুই সদস্য কেন্দ্রীয় সহসভাপতি তিলোত্তমা, যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে কমিটির একাংশ।

আজ দুপুর ১২টার সময়ে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।

সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ‘বিভিন্ন ঘটনার সময় তদন্ত কমিটি করা হলেও তারা পক্ষপাতমূলক আচরণ করেছে। তাই এদের ওপর আমাদের কোনো আস্থা নেই। তাদেরকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। একই সঙ্গে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’

তারা আরও বলেন, ‘কলেজ প্রশাসন রিভা-রাজিয়ার কাছে জিম্মি। তাদের কথা ছাড়া কলেজ প্রশাসন কোনো কিছু সত্যায়িত করতে পারে না। আমরা ও সাধারণ শিক্ষার্থীরা তাদের আচরণ ও কর্মকাণ্ডে অতিষ্ঠ। যদি কেন্দ্রীয় ছাত্রলীগ ২৪ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা গণপদত্যাগ করব।’

একই সঙ্গে বিভিন্ন অনিয়ম, সিট বাণিজ্য, দখলদারিত্ব ও শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও গোয়েন্দা সংস্থার হাতে থাকা তথ্যগুলোর তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে আহ্বান জানান তাঁরা।

এ সময় তাঁরা সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপিতে যে দাবিগুলো ছিল সেগুলোর প্রতি সমর্থন জানান। সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহসভাপতি সোনালী আক্তার, মার্জানা উর্মি, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীসহ কমিটির অন্তত ২৫ জন নেত্রী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল