ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌপথে থাকা তিনটি ফেরি প্রায় সাড়ে ৩ ঘণ্টা পদ্মা নদীতে আটকে ছিল।
কুয়াশা কেটে যাওয়ার পর আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয় বলে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলিম দাঈয়ান জানান।
আলিম দাঈয়ান জানান, আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদীপথ অদৃশ্য হয়ে যায়। তখন নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এর আগে গতকাল শুক্রবার ঘন কুয়াশায় পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।