হোম > সারা দেশ > ঢাকা

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানোর জেরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা: র‍্যাব

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানোর জেরে ভগ্নিপতি রাসেল খানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শেখ রহমানের (৩২) বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ডিএমপির উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে র‍্যাব-১০ রহমানকে গ্রেপ্তার করেছে।   

এর আগে একইদিন ভোরে শ্রীনগরের রুদ্রপাড়া গ্রামে বসতঘরে ঘুমন্ত রাসেল খানকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। শেখ রহমান একই গ্রামের মৃত শেখ তফির ছেলে এবং নিহত রাসেল খানের স্ত্রীর বড় ভাই। 

আজ শুক্রবার বিকেলে র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।  

আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তারকৃত আসামি শেখ রহমান ভুক্তভোগী রাসেলের স্ত্রীর বড় ভাই। রহমান বেশ কিছুদিন যাবৎ মাদকাসক্ত হয়ে পড়েন। ফলে তিনি মাদকের অর্থের জন্য বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন।

অতঃপর রাসেল বিষয়টি রহমানের পরিবারের সঙ্গে আলোচনা করে রহমানকে চিকিৎসার জন্য একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠান। সেখান থেকে চিকিৎসা শেষে রহমান গত ৩ সেপ্টেম্বর বাড়ি ফেরেন। বিষয়টি নিয়ে রাসেলের প্রতি রহমানের ক্ষোভ সৃষ্টি হয়।

আমিনুল ইসলাম আরও জানান, এদিকে রহমান ৪০ দিনের চিল্লায় যাওয়ার কথা জানালে পরিবারের সবাই আনন্দিত হয়। বিষয়টি শুনে রাসেল তার স্ত্রীর বড় ভাইকে পাঁচ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন। চিল্লায় যাওয়ার জন্য গত ১১ সেপ্টেম্বর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হন রহমান। 

এরপর গত ১৩ সেপ্টেম্বর শ্রীনগরের রুদ্রপাড়া এলাকার তার খালু শ্বশুরের টিনশেড রুমে রাত্রি যাপন করেন তিনি। পরদিন ভোরে রাসেলের ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে ঘুমন্ত রাসেলের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান রহমান।

পরে রাসেলের পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাসেলের বাবা রশিদ খান বাদী হয়ে শ্রীনগর থানায় শেখ রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। 

র‍্যাব কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত করে হত্যাকারী শেখ রহমানকে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে শ্রীনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে