হোম > সারা দেশ > ঢাকা

তিন দফা দাবি: অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত জবির ১৪ শিক্ষার্থী

জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অসুস্থ শিক্ষার্থীদের একজন। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে আজ সকাল থেকে চলমান অনশনে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়া কয়েকজন শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে।

তাঁরা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের ফয়সাল মুরাদ, আশিকুর রহমান আকাশ, ফেরদৌস শেখ, জুবায়ের রিওন, শের আলী ও সোহাগ আহমেদ।

আজ রোববার রাত ৯টায় অনশনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানজিল। পরবর্তী সময়ে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

রাত ৯টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আতিকুর রহমানের প্রাথমিক চিকিৎসা চলছে মেডিকেল সেন্টারেই।

এদিকে রাত ৯টা ৪০ মিনিটে অসুস্থ হয়ে পড়েন তাওহীদুল ইসলাম ও ফয়সাল মুরাদ।

এ বিষয়ে মেডিকেল সেন্টারের জ্যেষ্ঠ অফিসার মো. রাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, তানজিলের ব্লাড প্রেশার কমে গেছে। দুপুরের পর থেকে প্রস্রাবও হয়নি। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর শরীরে পানিশূন্যতাও দেখা দিয়েছে। এ মুহূর্তে তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে। তাঁকে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে।

মেডিকেল অফিসার রাকিব আরও বলেন, তাওহীদের ব্লাড প্রেশার বেড়ে গেছে, আপাতত এখন স্যালাইন দেব না। আর ফয়সালের চোখ দেবে গেছে। স্যালাইন দিতে হবে।

এদিকে ১০ শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য