হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা আমীর খসরুর জামিন আবেদন গ্রহণের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানার পৃথক আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আমীর খসরুর রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জামিন আবেদন গ্রহণ করে তা আইনানুযায়ী নিষ্পত্তি করতে বলা হয়েছে।

এর আগে গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা ও পল্টন থানার আট মামলায় জামিন আবেদন গ্রহণ না করায় ২ জানুয়ারি রিট করেন আমীর খসরু। 

এর মধ্যে চারটি পল্টন থানার এবং চারটি রমনা থানার মামলা। যা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন। 

আমীর খসরুর আইনজীবী সগীর হোসেন বলেন, ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গত ২ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। এটি ছাড়া আরও ৯টি মামলায় তাঁর নাম থাকলেও সেগুলোতে গ্রেপ্তার দেখানো হয়নি। এসব মামলায় তাঁর জামিন আবেদন করা হলেও আদালত তা গ্রহণ করেননি। তবে পল্টন থানার একটি মামলায় এরই মধ্যে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হাইকোর্ট আট মামলায় আমীর খসরুর জামিন আবেদন গ্রহণ করে ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন