রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে হেরোইনসহ এলিনা আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁর নিজ বাসায় হেরোইন বিক্রির সময় তাঁকে আটক করা হয়।
এলিনা আক্তার বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের জলিল শেখের স্ত্রী। তাঁর স্বামী হেরোইনসহ গ্রেপ্তার হয়ে রাজবাড়ী কারাগারে আছেন।
বালিয়াকান্দি থানা–পুলিশ জানিয়েছে, হেরোইন বিক্রির সময় স্থানীয়রা এলিনাকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় বালিয়াকান্দি থানার এসআই টিটুল হোসাইন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। আসামিকে আজ রোববার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।