হোম > সারা দেশ > ঢাকা

পিআইবিতে বিক্ষোভ, দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে ডিজির চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি চত্বরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে দীর্ঘদিনের বৈষম্যের শিকার কর্মীরা। এদিকে আজ মঙ্গলবার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন পিআইবির ডিজি।

আন্দোলনকারীরা পিআইবির ডিজির পদত্যাগের পাশাপাশি পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, আরেক পরিচালক (প্রশিক্ষণ) কে এম সাখাওয়াত মুন, ক্যাশিয়ার মো. আলী হোসেন এবং প্রটোকল অফিসার মাসুদ-এ-হাসানের অপসারণের দাবি জানিয়েছেন।

দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিলটি সার্কিট হাউস রোড একবার ঘুরে পিআইবি চত্বরে এসে শেষ হয়। মিছিলে আন্দোলনকারীরা নানান স্লোগান দিতে থাকেন। এ সময় পিআইবির ডিজির ঘনিষ্ঠ কয়েকজনকেও মিছিল করতে দেখা যায়।

পিআইবিতে দীর্ঘ ২০ বছর প্রশিক্ষক হিসেবে কর্মরত পারভিন সুলতানা রাব্বি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৬ বছরে পিআইবিতে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে। সিন্ডিকেট করে কতিপয় ব্যক্তি পকেট ভরিয়েছে। একই ব্যক্তি তিনটি পদে ভাতা ও সুযোগ-সুবিধা নিয়েছে। আমি ২০ বছরে কোনো প্রমোশন না পেলেও একাধিক ব্যক্তি স্বল্প সময়ে অযৌক্তিকভাবে তিনটা প্রমোশন পেয়েছে। যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের আয়নাঘরের মতোই জুলুম-নির্যাতন করা হয়েছে।’

বিক্ষোভে অংশ নেওয়া পিআইবির রিসার্চ অফিসার শেখ মজলিশ ফুয়াদ বলেন, ‘জাফর ওয়াজেদ ও জাকির হোসেন এবং তাঁর ঘনিষ্ঠ লোকজন পিআইবি আইন-২০১৮ অগ্রাহ্য করে অবৈধভাবে অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে।’

পিআইবিতে ২৯ বছর ধরে কর্মরত মিজানুর রহমান সরকার আজকের পত্রিকাকে জানান, তিনি হিসাব সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় জাফর-জাকির গং কোনো বোর্ড মিটিং করতে দেয়নি। তারা অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটির অনেক টাকা লুটপাট করেছে।

এদিকে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এক পত্রের মাধ্যমে মহাপরিচালক পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন জাফর ওয়াজেদ। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার পারিবারিক ও ব্যক্তিগত কারণে আজ ১৩ আগস্ট থেকে মহাপরিচালক, পিআইবি পদে দায়িত্ব পালনে আমার অপারগতা গ্রহণ করে বাধিত করবেন।’

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

জুলাই আন্দোলন: হাসপাতালের দরজা খোলেনি নিরাপত্তাকর্মীরা, সিঁড়িতেই ইসমাইলের মৃত্যু

সেকশন