রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনায় কারণ উদ্ঘাটনে কমিটিকে আরও এক মাস সময় দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য এলে রাষ্ট্রপক্ষ থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় আদালতকে বলেন, ‘এখনো প্রতিবেদন আসেনি, সময় প্রয়োজন।’
তখন আদালত বলেন, এটি এক মাস পর আসবে। রিটের পক্ষে ছিলেন এ বি এম শাহজাহান আকন্দ মাসুম।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ মৃত্যুর কারণ উদ্ঘাটনে নতুন করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেন। কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য উঠে।