নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমিনবাজারের কেবলা ঘাটে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় রূপায়ণ (৩০) নামের আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মোট ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে বছিলা ব্রিজের নিচে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জেসমিন নামের আরও এক শিশু এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উল্লেখ্য, গত শনিবার ভোরে সাভারের আমিনবাজারে তুরাগ নদে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। এতে ৫ জনের মরদেহ উদ্ধার করা হলেও আরও দুজন নিখোঁজ ছিলেন। এর মধ্যে আজ আরও ১ জনের মরদেহ পাওয়া গেছে।