নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে গ্যাসের চুলার বিস্ফোরণ থেকে শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোর তিনটার দিকে সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের গদাইরচর এলাকায় এই ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী হাসপাতালে প্রেরণ করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন, টেক্সটাইল শ্রমিক শামীম মিয়া (৪০) তাঁর স্ত্রী আকলিমা বেগম (৩৫) তাঁদের মেয়ে সানজিদা (১৮) ও রিয়া মনি (৯) শামীমের বড় ভাই গাফ্ফার মিয়া (৪০) এবং ছোট ভাই রশিদ মিয়া (৩২)।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এটি কোনো নাশকতা কিনা; তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, এটি জ্বালানী গ্যাসের বিস্ফোরণ থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’