হোম > সারা দেশ > ঢাকা

হাতিয়ায় বন বিভাগের চেক ও সাইকেল বিতরণ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় উপকারভোগীদের মধ্যে ঋণের চেক ও সাইকেল বিতরণ করেছে বন বিভাগ। আজ বুধবার সকালে উপজেলার সাগরিয়া রেঞ্জ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক ও সাইকেল বিতরণ করা হয়। 

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের অধীনে বন বিভাগ দুটি ইউনিটের ২০ জনকে ২৫ হাজার ২০০ টাকা করে ও পাঁচটি সাইকেল বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন সুফল প্রকল্পের সিনিয়র মনিটরিং ও ইভালুয়েশন বিশেষজ্ঞ মোহাম্মদ সফিউল আলম চৌধুরী, নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, উপপ্রধান বন সংরক্ষক (অব.) শফিউল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন, সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন ও জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা সাইফুর রহমান এবং উপকারভোগী বিভিন্ন ইউনিটের নারী-পুরুষ সদস্যরা। 

হাতিয়া বন বিভাগের কর্মকর্তারা জানান, বন অধিদপ্তরের অধীনে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পটি হাতিয়ার ছয়টি ইউনিয়নে কাজ করছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। এই প্রকল্পের মাধ্যমে উপকূলীয় এলাকায় প্রান্তিক মানুষকে বনের ওপর নির্ভরতা কমিয়ে আনা হবে। এতে ২৯টি বন সংরক্ষণ কমিটিতে ২ হাজার উপকারভোগী পরিবার অন্তর্ভুক্ত করা হয়েছে। যাঁদের এনজিওর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এসব উপকারভোগীর মধ্যে দুই ধাপে ৪২ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে। তাঁরা এই ঋণ নিজেদের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাবেন। নিজ নিজ কমিটিতে শতকরা ৫ টাকা হারে সার্ভিস চার্জ দিতে হবে। ঋণের মূল টাকা কখনো ফেরত দিতে হবে না। বন বিভাগ থেকে এসব টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। এসব কমিটির সদস্যরা নিজেদের মধ্যে বিভাজন করা সংরক্ষিত বনের দেখভাল করবেন। এর জন্য কমিটিতে থাকা লোকজনের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭