হোম > সারা দেশ > ঢাকা

‘মিছিলের প্রস্তুতিকালে’ ছাত্রদলের সাবেক সভাপতি খোকন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে আটক করেছে রাজধানীর হাতিরঝিল থানা-পুলিশ। 

মঙ্গলবার (২৮) রাত সাড়ে ৮টার দিকে মগবাজারের ওয়্যারলেস এলাকায় কয়েকজন নিয়ে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল তখন থেকে তাকে আটক করা হয়।

হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওলাদ হোসেন বলেন, ছাত্রদল নেতা–কর্মীরা বুধবারের অবরোধ কর্মসূচির সমর্থনে একটি মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন পুলিশ দেখে নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ খোকনকে আটক করে। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তবে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনকে ছাত্রলীগ নেতা–কর্মীরা পুলিশে ধরিয়ে দিয়েছে।  

ছাত্রদলের দাবি, মঙ্গলবার রাতে ফজলুর রহমান খোকন হাতিরঝিল এলাকার একটি দোকানে বন্ধুকে নিয়ে চা খাওয়ার সময়ে ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা তাকে হাতিরঝিল থানা-পুলিশের কাছে সোপর্দ করে। এর আগে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে