Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

লালবাগ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

লালবাগ থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগ থেকে জাহিদ হাসান (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লালবাগ হোসেন উদ্দিন ২য় লেনের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

লালবাগ থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, গত রাতে খবর পেয়ে জাহিদের মরদেহ উদ্ধার করি। পরিবার থেকে জানা গেছে, জাহিদ বর্তমানে কিছু করতেন না। হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

মৃত জাহিদের বড় ভাই আমির হোসেন মিলন বলেন, আমার ভাই আজিমপুরে রায়হান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়াশোনা করত। বর্তমানে পড়াশোনা বন্ধ। 

তিনি আরও জানান, বাবা-মা দুজনই মারা গেছে। আমরা দুই ভাই এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে। লালবাগের বাসায় আমার স্ত্রীসহ জাহিদ থাকত। গতকাল বিকেলে জাহিদকে বাসায় একা রেখে আমরা বাইরে ঘুরতে যাই। রাত ৮টার দিকে বাসায় ফিরে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে জাহিদকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। 

মিলন আরও জানায়, এর আগে জাহিদ তাঁর ভাবিকে বলেছিল সে একটি মেয়েকে ভালোবাসে। জাহিদের বন্ধুদের কাছে জানতে পেরেছি ফেসবুকে হতাশাজনক একটি পোস্ট দিয়েছে। ফোনটি লক থাকায় কিছুই দেখতে পারিনি। ফোনটি পুলিশের হেফাজতে আছে। ওপেন করলে সব পরিষ্কার হয়ে যাবে। 

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে