গাজীপুরের কাপাসিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের পাশে একটি বসতঘরে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে বাসের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার টোক ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলেন মিনা বেগম (৬০)। তিনি টোক ইউনিয়নের চেওরাইদ গ্ৰামের শুক্কুর আলীর স্ত্রী। দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথের সাথী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাপাসিয়া থেকে টোকের দিকে যাচ্ছিল। বাসটি চেওরাইদ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে শুক্কুর আলীর টিনের বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় উঠানে থাকা মিনা বেগম বাসটির চাপায় ঘটনাস্থলে মারা যান।
ওসি কামাল হোসেন বলেন, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এ সময় এক নারীকে বাসটি চাপা দেয়। ওই নারী ঘটনাস্থলে মারা যান। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।