হোম > সারা দেশ > গাজীপুর

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ভেতরে বাস, গৃহবধূ নিহত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের একটি বসতঘরে ঢুকে পড়া বাস। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কাপাসিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের পাশে একটি বসতঘরে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে বাসের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার টোক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হলেন মিনা বেগম (৬০)। তিনি টোক ইউনিয়নের চেওরাইদ গ্ৰামের শুক্কুর আলীর স্ত্রী। দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথের সাথী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাপাসিয়া থেকে টোকের দিকে যাচ্ছিল। বাসটি চেওরাইদ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে শুক্কুর আলীর টিনের বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় উঠানে থাকা মিনা বেগম বাসটির চাপায় ঘটনাস্থলে মারা যান।

ওসি কামাল হোসেন বলেন, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এ সময় এক নারীকে বাসটি চাপা দেয়। ওই নারী ঘটনাস্থলে মারা যান। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার