Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সিভিল সার্ভিসে যোগ দেওয়া ১৫ দুদক কর্মকর্তাকে ডুসার সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিভিল সার্ভিসে যোগ দেওয়া ১৫ দুদক কর্মকর্তাকে ডুসার সংবর্ধনা

দুর্নীতি দমন কমিশন থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া ১৫ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়। 

জানা যায়, দুদকের ২০২২ সালের ব্যাচে যোগ দেওয়া ১৫ জন সহকারী ও উপসহকারী পদমর্যাদার কর্মকর্তা ৪১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে যোগ দেন। 

এ উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে ডুসা। 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুসার সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম পলেন ও সিনিয়র সহসভাপতি কামরুজ্জামানসহ ডুসার অন্যান্য দুদক কর্মকর্তা। এ সময় গেজেটপ্রাপ্ত কর্মকর্তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। 

বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশে ডুসার সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, নবীন ক্যাডার কর্মকর্তারা তাদের সততা, পেশাদরিত্ব, নিষ্ঠা, দক্ষতা, নিরপেক্ষতা, ত্যাগ, বীরত্ব, দেশপ্রেম ও মানবীয় মূল্যবোধ নিয়েই জনগণের সেবা করবেন। 

এ ছাড়া অনুষ্ঠানের সভাপতি হিসেবে ডুসার সিনিয়র সহসভাপতি জনাব কামরুজ্জামান বলেন, নবীন কর্মকর্তারা দুদকে থাকাকালীন অর্জিত জ্ঞান ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগিয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করবেন। পরিশেষে ডুসার পক্ষ থেকে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়

আপনার এলাকায় খুন হচ্ছে, থানায় বসে করেন কী: গভীর রাতে ওসিকে তরুণের জেরা

চাঁদাবাজির অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি জাকিরসহ দুজন গ্রেপ্তার

চীনের সঙ্গে সম্পর্কে ইতিবাচক, ভারতের বেলায় নেতিবাচক মনোভাব বেশি: জরিপ

৭ মাস পর শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

নতুন ১৮ ওয়ার্ড থেকে নামমাত্র রাজস্ব আসছে: ডিএনসিসি প্রশাসক

ধর্ষণবিরোধী মশাল মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, গণমিছিলের ডাক

টঙ্গীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

ধর্ষণবিরোধী পদযাত্রা থেকেই পুলিশের ওপর আক্রমণ: দাবি ডিএমপির