ঢাকার সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুবর্ণা (৩৫) এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি খুন হন। এর জের ধরে আজ সোমবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা।
জানা গেছে, সুবর্ণা আশুলিয়ার কবিরপুর এলাকার তানজিলা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। রোববার দিবাগত রাত ৩টার দিকে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে আজ সকাল সাড়ে ৮টার দিকে কবিরপুর এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন কারখানাটির বিক্ষুব্ধ শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর জন্য কাজ করছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশ-১ (আশুলিয়া)-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনার চেষ্টা চলছে।
তানজিলা টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনিরুজ্জামান শ্রমিকদের তোপের মুখে কারখানার ভেতর আটকা পড়েছেন শোনা গেছে। তাঁকে একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।