ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে হাসাড়া হাইওয়ে থানা-পুলিশ।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামেখোলা এলাকার বঙ্গবন্ধু মহাসড়কের মিডিয়ান (মাঝখান) থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে উপজেলার রামের খোলা নামক এলাকার বঙ্গবন্ধু মহাসড়কের মিডিয়ান (মাঝখান) থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করছি এটি সড়ক দুর্ঘটনা। নিহত ব্যক্তি ভারসাম্যহীনও হতে পারে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।