রাজবাড়ীর পাংশায় ৯০ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ মো. হাসিবুল (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র্যাব)। গতকাল শুক্রবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মো. হাসিবুল চুয়াডাঙ্গার জীবননগর থানার বাসিন্দা। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় মামলা দিয়ে হাসিবুলকে থানায় হস্তান্তর করেছে র্যাব। আজ শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’
র্যাব-১০ ফরিদপুর, সিপিসি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শাইখ আকতার জানান, গতকাল মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় হাসিবুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে মাদকদ্রব্য বহনের সময় ৯০ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁর মোটরসাইকেল জব্দ করা হয়।
হাসিবুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব কর্মকর্তা জানান, হাসিবুল পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কয়েক দিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলে করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। এ ঘটনায় পাংশা থানায় একটি মামলা রুজু করে তাঁকে হস্তান্তর করা হয়েছে।