হোম > সারা দেশ > ঢাকা

বংশাল থানায় জব্দ গাড়িতে রাস্তার অর্ধেক দখল

মোস্তাকিম ফারুকী, ঢাকা

তাঁতীবাজার মোড় থেকে চিত্রামহল সিনেমা হলের সামনে দিয়ে ধোলাইখাল সড়কের মুখ পর্যন্ত সড়কটি ইংলিশ রোড নামে পরিচিত। সড়কটির দৈর্ঘ্য কেবল ৩০০ মিটার। ছোট হলেও সড়কটির গুরুত্ব অনেক। কারণ এর পূর্বে ধোলাইখাল সড়ক, পশ্চিমে বাবুবাজার ব্রিজ, উত্তরে নবাবপুর রোড আর দক্ষিণে সদরঘাটের রাস্তা।

সদরঘাটমুখী রাস্তায় আছে আদালতপাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। জরুরি প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষকে এই রাস্তায় এসে যানজটের ভোগান্তিতে পড়তে হয়।

যানজটের অন্যতম একটা কারণ বংশাল থানায় জব্দ করা গাড়িগুলো প্রধান সড়ক দখল করে বছরের পর বছর পার্কিং করে রাখা। দিনের পর দিন অকেজো অবস্থায় পড়ে থাকার কারণে কোনো গাড়ির চাকা মাটিতে মিশে গিয়েছে, কোনো গাড়ির নম্বর প্লেটের ওপরে ধুলোর আস্তরণ শুকিয়ে শক্ত হয়ে গিয়েছে। থানার পক্ষ থেকে দাবি করা হয়েছে জায়গা সংকুলান না হওয়ার কারণেই রাস্তায় গাড়ি রাখতে বাধ্য হতে হয়েছে।

বংশাল থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল খায়ের বলেন, ‘আমাদেরও কিছু বাধ্যবাধকতা আছে, আছে সীমাবদ্ধতা। থানাটির নিজের কোনো পার্কিং ব্যবস্থা নেই। থানার কার্যক্রম চলছে ফজলুল করিম কমিউনিটি সেন্টারের দোতলায়। মামলার আলামত রাখার মতো জায়গা পাওয়া যায় না। আবার এগুলো ডাম্পিংও করতে পারছি না আইনি জটিলতার জন্য।’ 

শুধু বংশাল থানার সামনের সড়ক নয়, পুরো ইংলিশ রোডের দুই পাশ দখলের কবলে। দুই পাশের কোথাও কোন ফুটপাত নেই বললেই চলে। একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয়, গুদাম ও বিক্রয়কেন্দ্রের দখলে যাওয়া ফুটপাত দিয়ে মানুষের চলাচলের সুযোগ নেই বললেই চলে। এতে এই দিক দিয়ে পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ বলেন, ‘সাময়িক সময়ের জন্য কিছু গাড়ি দাঁড়ায়, মালামাল নামিয়ে আবার চলে যায়। কিন্তু থানার সামনে নিয়মিত এতগুলো গাড়ি আটকে রেখে জনগণের খুব ভোগান্তি তৈরি করছে। মূলত রাস্তার সামনে দিয়ে তাদের গাড়ি রাখার কোন অনুমোদন নাই। থানার লোকজনের যাতায়াত ও গাড়ি রাখার অনুমোদন সিটি করপোরেশন দিয়েছে ফজলুল করিম কমিউনিটি সেন্টারের পেছন দিয়ে একটা রাস্তা আছে সেদিক দিয়ে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার ভোগান্তির কথা জানালেও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমলে নিচ্ছে না।’ 

ডিউটি অফিসার ইমরান বলেন, ‘এগুলো আদালতের মামলা সংক্রান্ত ব্যাপার। নিলাম যখন হবে তখনই গাড়ি সরানো হবে। তাছাড়া নিয়মিতই মামলা নিষ্পত্তি হচ্ছে, আবার নতুন গাড়ি আটকা পড়ছে।’  

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন