Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ৩ দিন পর মেঘনায় মিলল মাঝির মরদেহ 

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি

নিখোঁজের ৩ দিন পর মেঘনায় মিলল মাঝির মরদেহ 

নরসিংদী রায়পুরায় নিখোঁজের তিন দিন পর ফাহিম লাদেন (২৫) নামে এক নৌকার মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আমিরাবাদ এলাকার মেঘনা নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ফাহিম উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহ্চর এলাকার আওলাদ হোসেন ছেলে ও পেশায় একজন নৌকার মাঝি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার মাঝি ফাহিমকে অজ্ঞাত এক ব্যক্তির মোবাইলে থেকে ভাড়ার কথা বলে শ্রীনগরের বাঘাইকান্দি এলাকার মেঘনা পাড়ে ডেকে নেয়। ওই সময় তিনি নৌকা নিয়ে সেখান যান। পরে সেখানে তাঁর নৌকা ও পরনের একটি প্যান্ট পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন ফাহিম। তারপর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও ফাহিমের সন্ধান পাওয়া যায়নি। 

গত সোমবার রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। আজ বুধবার সকালে উপজেলা আমিরাবাদ এলাকার মেঘনায় একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। দুপুরে নৌ ও রায়পুরা থানা-পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে স্বজনেরা ফাহিমের মরদেহ শনাক্ত করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক প্রদ্যুৎ সরকার জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার পরিদর্শন (তদন্ত) গোবিন্দ সরকার জানান, খবর পেয়ে রায়পুরা থানা-পুলিশ ও নৌ পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর পরিবার।

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ল্যাসিক মেশিন অকেজো, চিকিৎসাবঞ্চিত রোগীরা

দেশে কিডনি রোগী পৌনে ৪ কোটি

আপনার এলাকায় খুন হচ্ছে, থানায় বসে করেন কী: গভীর রাতে ওসিকে তরুণের জেরা

চাঁদাবাজির অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি জাকিরসহ দুজন গ্রেপ্তার

চীনের সঙ্গে সম্পর্কে ইতিবাচক, ভারতের বেলায় নেতিবাচক মনোভাব বেশি: জরিপ

৭ মাস পর শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

নতুন ১৮ ওয়ার্ড থেকে নামমাত্র রাজস্ব আসছে: ডিএনসিসি প্রশাসক

ধর্ষণবিরোধী মশাল মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, গণমিছিলের ডাক