হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে আগুনে পুড়ল ৩ দোকান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সখীপুরে উপজেলার কচুয়া বাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে আগুনে পুড়েছে তিন দোকান। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার কচুয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাজারের একটি ইলেকট্রনিকের দোকানসহ তিন দোকানের মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে কচুয়া বাজারের মামা-ভাগনে ইলেকট্রনিকের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরই মধ্যে একটি ইলেকট্রনিক ও দুটি মনিহারি দোকান পুড়ে যায়।

মামা-ভাগনে ইলেকট্রনিকের স্বত্বাধিকারী এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে খাওয়ার জন্য দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি আগুন লেগেছে। আমার সারা জীবনের উপার্জন শেষ হয়ে গেছে।’ আগুনে তাঁর অন্তত ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হাসান নূর আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুনে তিনটি দোকানের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে