Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে সড়কের পাশের খেত থেকে শ্রমিকের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সড়কের পাশের খেত থেকে শ্রমিকের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
প্রতীকী ছবি

নরসিংদী পৌর শহরের কামারগাঁও এলাকা থেকে এরশাদ মিয়া (২৫) নামের একটি সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সড়কের পাশের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এরশাদ মিয়া সদর উপজেলার শান্তি ভাওলা এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয় চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক ছিলেন।

এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, শ্রমিক এরশাদ মিয়া শহরের চৌয়ালার চিশতিয়া সাইজিং মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার বাড়ি থেকে কাজের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি। সকালে কামারগাঁও এলাকায় সড়কের পাশে তাঁর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হয়।

নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের শরীরের বেশ কয়েকটি স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাঁর পরিবারের সদস্যরা থানায় এসেছেন। আলোচনা করে বিস্তারিত জানা যাবে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’