হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীকে তথ্য দেওয়ার সন্দেহে সাংবাদিককে মারধরের অভিযোগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

হাসপাতালে আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে দেওয়ার সন্দেহে এক সাংবাদিককে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি ও বর্নি ইউনিয়নের বাসিন্দা।

আহত সাংবাদিকের মা কুমকুম বেগম বলেন, ‘গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহারনামীয় কিছু আসামি টুঙ্গিপাড়ার বর্নি গ্রামের বাসিন্দা। আসামিদের ধরতে সেনাবাহিনী বর্নি গ্রামে দুবার অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। প্রায় এক সপ্তাহ আগে সেনাবাহিনী অভিযান চালিয়ে বর্নি গ্রামের মন্টু মুন্সী, ইয়াকুব মুন্সী ও জিকরুল মুন্সী নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার তারা জামিনে মুক্তি পায়। আর তাদের ধরিয়ে দেওয়ার সন্দেহে আমার ছেলেকে মারধর করে আহত করে। আমরা এ ঘটনার বিচার চাই।’

আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি বলেন, ‘সংবাদ সংগ্রহ শেষে সোমবার রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে বর্নি ইউনিয়ন পরিষদের পাশে মন্টু মুন্সী ও জিকরুল মুন্সীর নেতৃত্বে ৪০-৫০ জন আমার ওপর হামলা করে। সেনাবাহিনীকে তথ্য দিয়ে তাদের ধরিয়ে দেওয়ার সন্দেহে গতকাল জামিনে বের হয়েই রাতে আমার ওপর হামলা করে।’

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে ৯৯৯-এ ও উপজেলার অন্য সাংবাদিকদের জানালে তাঁরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে মন্টু ও জিকরুলের সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতেও হামলা করে করে। এর আগেও তারা আমাকে হুমকি দিয়েছিল। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটা সাধারণ ডায়েরিও করেছিলাম। তাই প্রশাসন ও সরকারের কাছে এ ঘটনার বিচার চাই।’

টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ বলেন, ‘সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদির ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে এই ঘটনায় যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত জিকরুল মুন্সির মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া গেছে। অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়