হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গভবনের সামনে বিক্ষোভের মুখে অস্ত্র ফেলে চলে যায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলাবাহিনী। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। বেশ কয়েকজন পুলিশ সদস্য সংঘর্ষে আহত হন। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য অস্ত্র ফেলেই চলে যান। 

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গভবনের সামনে এ ঘটনা ঘটে। 

নিরাপত্তা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকতে চাইলে সংঘর্ষের শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। রাজউকের সামনে আগুন জ্বালিয়ে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ ভ্যানের ওপরও হামলা চালায়। তবে আরেকটি অংশ হামলা না করার অনুরোধ জানাতে থাকে।

বেশ কয়েকজন পুলিশ সদস্য হামলার মুখে অস্ত্র ফেলেই চলে যান। পরে বিক্ষোভকারীরা অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে জমা দেন। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর নিরাপত্তা ব্যারিকেডে কড়া অবস্থান নিয়েছে সেনাবাহিনী। রাত ১০টার দিকে পুলিশ ফের এলে ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী (রাত সাড়ে ১০ টা) বিক্ষোভকারীরা সেখানে অবস্থান করছেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য