নরসিংদী প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে একই সময় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মোটরসাইকেল তিনটির আরও পাঁচ আরোহী। গতকাল শুক্রবার রাতে মহাসড়কের বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আরিফ হোসেন (২৬) পুরান ঢাকার কেরানীগঞ্জের রফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার হাবিব ও ইয়ামিন, নরসিংদীর জিনারদী এলাকার আতিকুর রহমান, আরিফ ও সৃজন মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে চেপে সিলেটে ভ্রমণ শেষে ঢাকার কেরানীগঞ্জে ফিরছিলেন আরিফ ও তাঁর দুই বন্ধু। একই সময়ে আরেকটি মোটরসাইকেলে করে নরসিংদীর জিনারদী এলাকার অপর তিনজন ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল তিনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকায় পাঠানো হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী নিহত ও আহতদের উদ্ধার করেছে। অভিযুক্ত বাসটি ঘটনাস্থলে থাকলেও পালিয়েছেন চালক ও সহযোগী। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।