গাজীপুরের গাছা বড়বাড়ী এলাকার একটি সিএনজি পাম্পে কাভার্ড ভ্যানের খালি সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে চিকিৎসাধীন আতিকুল ইসলাম মিঠু (২৫) নামের এক যুবক মারা গেছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মেডিকেল অফিসার ডা. শুভ দেবনাথ তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করে জানান, আজ শুক্রবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আতিকুল।
চিকিৎসক বলেন, ‘মিঠুর শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় বাকি দগ্ধ আনোয়ারুল ইসলাম (২৭), আল আমিন (২৫), সিরাজুল ইসলাম টুটুল (২৫), পারভেজের (৩৩) অবস্থাও আশঙ্কাজনক।’
মৃত মিঠুর বড় ভাই মো. ইমন জানান, তাঁদের বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলায়। বাবা মৃত ফজলু মিয়া। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে গাজীপুরে থাকতেন মিঠু। একটি সিএনজি পাম্পে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের গাছা বড়বাড়ী এলাকায় হাজি ওয়াহিদ ফিলিং স্টেশনে একটি কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ আনোয়ারুল ইসলাম জানান, তিনি ও আল আমিন গাছা এলাকার ‘ফাহিম বয়লার’ নামে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিংয়ের কাজ করেন। ডিজেলচালিত একটি কাভার্ড ভ্যান নিয়ে বড়বাড়ী এলাকার হাজি ওয়াহিদ ফিলিং স্টেশন যান। ভ্যানটিতে আনুমানিক দেড় শ খালি সিলিন্ডার ছিল। সেগুলোতেই পাম্প থেকে গ্যাস নেওয়ার কথা ছিল। গ্যাস নেওয়ার শুরুতেই বিকট এক বিস্ফোরণ ঘটে। এতেই গাড়িতে থাকা পাঁচজন দগ্ধ হন।