হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন: মানসিকভাবে ‘সুস্থ নেই’ শামীম ওসমান 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসের বগিতে আগুনের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমি মানসিকভাবে সুস্থ নেই। ট্রেনে একটা বাচ্চার ব্যাগ পড়ে আছে। সে তার বাবা-মাকে জড়িয়ে মারা গেল। এরা রাজনৈতিক দল! এগুলো দেখে আমি সুস্থ হতে পারিনি এখনো। আমারও একটা নাতি আছে। আমি মানুষকে বলতে চাই জেগে উঠুন এই নরপশুদের বিরুদ্ধে।’ 

আজ বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় অংশ নিয়ে এসব কথা বলেন বর্তমান সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমান। 

শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে আমি নির্বাচিত হয়ে প্রতি ওয়ার্ড থেকে সকল শ্রেণি-পেশার এক হাজার লোক নিয়ে কাজ শুরু করব। শুধু আওয়ামী লীগ না, সকল শ্রেণি-পেশা ও দল-মতের লোক নিয়ে কাজ করব। আমার এখন মূল টার্গেট মাদক-সন্ত্রাস নির্মূল করা। যাঁরা আমার মতো ৯০০ টাকার জন্য ফরম ফিলআপ করতে পারে না, সেসব ছাত্রদের পাশে দাঁড়ানোই হবে আমার লক্ষ্য।’ 

যারা মশাল মিছিল করে, তারা সবাই সন্ত্রাসী উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘যদি জনগণ নির্দেশ দেয় তাহলে ওদের ঠেকাতে পাঁচ মিনিটও লাগবে না। কিন্তু এই সন্ত্রাসী কাজগুলো কাদের ইন্ধনে করছে—এটা আমি প্রশ্ন রাখতে চাই।’ 

শামীম ওসমান বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা এখনো বাংলাদেশে রাজনীতি করে। আমি মনে করি স্বাধীনতাযুদ্ধের শহীদেরা আজ লজ্জিত, আমিও লজ্জিত।’ 

তিনি বলেন, ‘বিএনপিকে আমি রাজনৈতিক দল ভাবতাম না। ২০১৪ সালে তারা স্কুল পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। সে সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আজ এ দিন দেখতে হতো না। এটা আমার সরকারের ব্যর্থতা।’ 

শামীম ওসমান আরও বলেন, ‘আপনি যদি মনে করেন, ভবিষ্যৎ প্রজন্মকে ফল খাওয়াবেন তাহলে ফল গাছ লাগানো উচিত। আমাকে সার দেবেন পরিচর্যা করবেন। আর আমি যদি কাটা গাছ হই, তাহলে সেটাকে কেটে ফেলে দেওয়া উচিত। আমি মানুষকে বলতে চাই জাগো।’

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা