হোম > সারা দেশ > ঢাকা

কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও উড়ল ফানুস, আতশবাজি আর বারবিকিউ পার্টিতে নতুন বছর বরণ

ঢাবি প্রতিনিধি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এবার থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, পার্টি, ফানুস উড়ানোসহ উন্মুক্ত স্থানে সব ধরনের আয়োজনে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকেই রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।

কিন্তু এর মধ্যে ঠিকই উড়েছে ফানুস, রাত ১২টা বাজার বেশ আগে থেকেই শুরু হয়েছে আতশবাজি ও পটকা ফুটানো, এমনকি রাত ৩টার পরও শোনা গেছে মুহুর্মুহ পটকার শব্দ।

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে বিশেষ করে রাজধানীর গুলশান, বনানীর মতো অভিজাত এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশি কড়াকড়ি দেখা গেছে। কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রেই (টিএসসি) ফানুস উড়িয়ে বরণ করা হয়েছে নতুন বছর। 

শুধু তাই নয়, ফানুস উড়িয়ে, আতশবাজি ফুটিয়ে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বারবিকিউ পার্টি করে ২০২৩ সালকে বরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সন্ধ্যা ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের পয়েন্টগুলোতে চেক পোস্ট বসায় পুলিশ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যেও পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফানুস উড়াতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। বিশ্ববিদ্যালয় এলাকায় থাকা ভাসমান পথশিশুদের এই ফানুস বিক্রি করতে দেখা গেছে। তাদের কাছ থেকেই কিনেছেন শিক্ষার্থীরা। 

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, 'একটি চক্র পথশিশুদের দিয়ে এসব করাচ্ছে। আমি নিজেও টিএসসিতে গিয়ে অনেককে বারণ করেছি।'

তবে অন্যান্য বছরের মতো অতটা ঘটা করে ক্যাম্পাসে ফানুস ওড়াতে ও আতশবাজি ফুটাতে দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন, প্রশাসনের সক্রিয় ভূমিকা, আতশবাজি ও ফানুসের নেতিবাচক দিক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লেখালেখি করেছেন, সেটিরই প্রভাব এটি।

এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের মল চত্বর, সবুজ চত্বরে ও বিভিন্ন হলের ছাদে বারবিকিউ পাটিরও আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সবুজ চত্বরে বারবিকিউ পার্টিতে অংশ নেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী হাসান বলেন, 'নতুন বছরকে বরণ করে নিতে গিয়ে ফানুস ওড়ালে ঝুঁকি আছে। শহরের অনেক মানুষ এখন ঘুমন্ত, অনেকে অসুস্থ। তাই আমরা আতশবাজি করব না। আমরা বন্ধুবান্ধব মিলে স্মৃতি ধরে রাখতে বারবিকিউ পার্টির আয়োজন করেছি।'

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন