Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় হাসপাতাল থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

ঢাকায় হাসপাতাল থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে গেছেন তিনি।

মৃত শাওনের (২০) বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। তাঁর বাবার নাম হারেস মিয়া।

শাওনের ভাই মো. শাহিন জানান, বর্তমানে তাঁরা কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় বাস করেন। শাওন ওই এলাকায় একটি পাঞ্জাবি কারখানায় কাজ করত।

মো. শাহিন বলেন, ‘রাতে বাড়িতে ছিল না শাওন। সকালে জানতে পারি, বড়গ্রাম এলাকায় একটি চারতলা বাসার নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সে কীভাবে ছাদ থেকে পড়ে গেছে, তা আমরা জানি না।’

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, ‘শাওন ও তার বন্ধু রানা রাতে ওই বাসার চারতলায় ইয়াবা সেবন করছিল। ভোরে রানা চলে গেলেও শাওন যেতে পারেনি। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।’

মাহবুব আলম আরও জানান, শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর