হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় উত্তরার আমির কমপ্লেক্সের সভাপতি সোবাহান গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

যৌথ বাহিনীর হাতে আটক হত্যা মামলার আসামি আলহাজ মোহাম্মদ আব্দুস সোবাহান। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আমির কমপ্লেক্স মার্কেটের সভাপতি ও আওয়ামী লীগের দোসর আলহাজ মোহাম্মদ আব্দুস সোবাহানকে (৬০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে নেয় উত্তরা পশ্চিম থানার পুলিশ।

গ্রেপ্তার আব্দুস সোবাহান উত্তরার আমির কমপ্লেক্স বণিক সমিতির সভাপতি। তিনি উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়িতে থাকতেন।

জানা গেছে, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ওই বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও উত্তরার আমির কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবাহান রয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে ছাত্ররা বাড়িটির সামনে জড়ো হন। খবর পেয়ে সেখানে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে সোবাহানকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, আমির কমপ্লেক্সের সভাপতি আলহাজ আব্দুস সোবাহানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা রয়েছে। মামলাটির এজাহারভুক্ত আসামি তিনি। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের আরেক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক ব্যক্তি বাড়িটিতে ঢুকতে বাধা দেন। তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও জামায়াতের লোকজনও বাধা দেন।

হত্যা মামলার নথি থেকে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরার আমির কমপ্লেক্স মার্কেটের পাশে এক ছাত্রকে হত্যার অভিযোগে কবীর হোসেন মৃধা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ৩৬ নম্বর আসামি মোহাম্মদ আব্দুস সোবাহান।

এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে বেবিচক কর্মীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে রেলভবনে অবস্থান নিয়েছে টিএলআর শ্রমিকেরা

রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

মেট্রোরেলের কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার, দেড় ঘণ্টা পর টিকিট বিক্রি শুরু

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ২ মহাসড়ক অবরোধ

৬ দফা দাবিতে কর্মবিরতিতে মেট্রোরেল কর্মীরা

ঢাকার রাস্তায় বৈধতা পাচ্ছে ব্যাটারি রিকশা

খেটে খাওয়া মানুষের জন্য ইফতার ও সেহরি

গায়ের জোরে ভবন সরকারি কলোনিতে

হত্যাচেষ্টা-ডাকাতিসহ ৮ মামলার আসামি কিশোর গ্যাং নেতা ফরহাদ গ্রেপ্তার