হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় উত্তরার আমির কমপ্লেক্সের সভাপতি সোবাহান গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

যৌথ বাহিনীর হাতে আটক হত্যা মামলার আসামি আলহাজ মোহাম্মদ আব্দুস সোবাহান। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আমির কমপ্লেক্স মার্কেটের সভাপতি ও আওয়ামী লীগের দোসর আলহাজ মোহাম্মদ আব্দুস সোবাহানকে (৬০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে নেয় উত্তরা পশ্চিম থানার পুলিশ।

গ্রেপ্তার আব্দুস সোবাহান উত্তরার আমির কমপ্লেক্স বণিক সমিতির সভাপতি। তিনি উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়িতে থাকতেন।

জানা গেছে, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ওই বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও উত্তরার আমির কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবাহান রয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে ছাত্ররা বাড়িটির সামনে জড়ো হন। খবর পেয়ে সেখানে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে সোবাহানকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, আমির কমপ্লেক্সের সভাপতি আলহাজ আব্দুস সোবাহানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা রয়েছে। মামলাটির এজাহারভুক্ত আসামি তিনি। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের আরেক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক ব্যক্তি বাড়িটিতে ঢুকতে বাধা দেন। তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও জামায়াতের লোকজনও বাধা দেন।

হত্যা মামলার নথি থেকে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরার আমির কমপ্লেক্স মার্কেটের পাশে এক ছাত্রকে হত্যার অভিযোগে কবীর হোসেন মৃধা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ৩৬ নম্বর আসামি মোহাম্মদ আব্দুস সোবাহান।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়