নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ষষ্ঠ দফা অবরোধের আগের দিন রাতে যাত্রাবাড়ী মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে একজন যাত্রী আহত হন। প্রাথমিকভাবে আহতের ধরন এবং তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম খবরটি নিশ্চিত করেছেন।
তালহা বলেন, রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নেভাতে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করছে ৷ এই ঘটনায় একজন আহত হয়েছেন।