মহাসড়কে নাশকতার অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম লস্কর (৪২) ও বিএনপির কর্মী আনোয়ার হোসেন (৪৫)।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিএনপি–জামায়াতের ডাকা হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে মামলা হয়। একটি মামলায় এ দুজনের সম্পৃক্ততা পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।’