সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন অবৈধ অভিবাসনের দায়ে গ্রিস থেকে দেশে পাঠানো ১৯ জন অভিবাসী। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট থেকে এ দাবি জানান তাঁরা।
এর আগে গত সপ্তাহে অবৈধভাবে প্রবেশ করা ১৯ বাংলাদেশি নাগরিককে একটি চার্টার ফ্লাইটে গ্রিসের রাজধানী এথেন্স থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
ধর্মঘটকারীদের একজন সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ডিপোর্ট পেপারে সাক্ষর না করলেও জোরপূর্বক আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে নিয়ম হলো ১৮ মাস জেলে থাকার পর বৈধ করে নেওয়া। গ্রিক সরকার সে অনুযায়ীই ব্যবস্থা নিচ্ছিল। কিন্তু আমাদের অ্যাম্বাসি জোর করে আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে।’
গ্রিক সরকারের তথ্য মতে, ২০১৬ সালের পর বাংলাদেশে এটিই তাঁদের প্রথম ফেরত পাঠানোর ঘটনা। সমন্বিত পুলিশি অভিযানে ১৯ বাংলাদেশিকে আটক করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।