পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত আটজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার সকাল ৭টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মির্জাপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নূর-এ-আলম আহতের বিষয়টি নিশ্চিত করেন।
আহতরা হলেন নাদিরা আক্তার (১৮), সানজিদা (৪০), রুবাইয়া (১৫), আজিম (১৯), নাদিম (২৯), হিমেল (২১), রফিকুল ইসলাম (৪৮) ও মিন্টু (৩৬)।
আহতের মধ্যে পাঁচজনের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। এ ছাড়া পাকুন্দিয়া, কটিয়াদী ও করিমগঞ্জের একজন করে রয়েছেন। আহতদের মধ্যে পাকুন্দিয়া উপজেলার আজিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তিনি উপজেলার তারাকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস মির্জাপুর বাইপাস মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় আশপাশের লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা ও রাসেল মিয়া জানান, ‘এই বাইপাস মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এখানে কোনো গতি নিয়ন্ত্রক নেই, সড়কের দুপাশে স্পিডব্রেকার থাকলে হয়তো এমনটি হতো না।’
পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. নূর-এ-আলম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে মোট আটজন রোগী ভর্তি হয়। পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’