Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে সাপের দংশনে ৮ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচরে সাপের দংশনে ৮ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

মাদারীপুরের শিবচরে সাপের দংশনে তানিয়া আক্তার (২৫) নামের এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

তানিয়া বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামের সৌদিপ্রবাসী দিলু মল্লিকের স্ত্রী। তিনি এক সন্তানের মা এবং আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন। তানিয়ার মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজিজুল হক খান। 

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ৮টার দিকে তানিয়া বসতঘরের দরজা খুলে বাইরে বের হচ্ছিলেন। এ সময় দরজার সিঁড়িতে পা ফেলতেই তাঁকে একটি বিষধর সাপে দংশন করে। পরে চিৎকার দিলে পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। 

ওঝার কাছে যাওয়ার পর তানিয়ার অবস্থার আরও অবনতি হয়। রাত পৌনে ১০টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন। 

নিহতের শ্বশুর জহির উদ্দিন মল্লিক বলেন, ‘আমি বাড়ি ছিলাম না। সাপের দংশনের খবর পেয়ে বাড়ি যাই। এরপর তানিয়ার আক্রান্ত স্থানে দড়ি দিয়ে বেঁধে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে ওঝা বিষ নামিয়ে বলেন বিষ নেমে গেছে। তার পরও যদি আপনাদের সন্দেহ হয় তাহলে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আসার পরে তার মৃত্যু হয়।’ এ বিষয়ে জানতে ওঝার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজিজুল হক খান বলেন, ‘তানিয়াকে রাত ৯টা ৪৫ মিনিটে এখানে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করতে না করতেই ৯টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়।’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘ঘটনাটি শোনার পরে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে।’

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু