উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বাজার করে বাড়ি ফেরা হলো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মো. আব্দুর রশিদের (৬৯)। বাড়ি ফেরার পথেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআই কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুর রশিদ উত্তরা ৮ নম্বর সেক্টরে ভাগনির সঙ্গে বসবাস করতেন। তাঁর পরিবার ও ছেলেমেয়ে কানাডায় রয়েছেন।’
এসআই কামরুল হাসান আরও বলেন, ‘আব্দুর রশিদ বাজার করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে আমরা বাজারের ব্যাগ পেয়েছি। বাজারের ব্যাগে ফুলকপি ও লেবু ছিল। বাসায় ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে ট্রেন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। তাঁর পরিবার যদি ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদন করে, তাহলে পরিবারের কাছে মরদেহ দিয়ে দেওয়া হবে। অন্যথায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’